Mutual Fund Investment in Bengali > ETF investment
এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF investment. How to invest in ETF or exchange traded fund. ETF explained in Bangla Bengali
এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF
এই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টাররা শেয়ার কেনাবেচার মতো ইউনিট কেনাবেচা করতে পারেন স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে । এই ফান্ড গুলি সাধারণত কোন ইনডেক্স যেমন Nifty50 বা Nifty IT এই ধরনের ইন্ডেক্স গুলোকে ফলো করে। এরা প্যাসিভ মিউচুয়াল ফান্ড স্কিম।
সারাদিন ধরেই এই মিউচুয়াল ফান্ড স্কিম ওপেন থাকে, সারাদিন ধরেই এই মিউচুয়াল ফান্ড স্কিমে যোগ দেওয়ার বা এই মিউচুয়াল ফান্ড স্কিমের ইউনিট বিক্রি করে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে ইনভেস্টারদের কাছে।
ই টি এফ এর সুবিধা হল অনেক কম টাকা নিয়ে শেয়ারের মত কেনাবেচা করা যায় এই ফান্ড । আবার একটা অসুবিধা আছে যেহেতু যে কোন দামে আপনি এটা কিনে ফেলতে পারেন মানে যে দাম এভেলেবেল, ফলে একচুয়াল NAV ভ্যালুর থেকে অন্য দামেও আপনি এটা কিনে ফেলতে পারেন
One reply on “এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF investment”
[…] এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) – […]