Role of Fund Managers of Mutual Funds
মিউচুয়াল ফান্ড এর ফান্ড ম্যানেজারদের কি ভূমিকা ?
মিউচুয়াল ফান্ড এর ফান্ড ম্যানেজারদের কি ভূমিকা
মিউচুয়াল ফান্ড স্কিমের এই তহবিল বা ফান্ড ম্যানেজ করে কিছু প্রফেশনাল ফান্ড ম্যানেজার, যাঁরা সিদ্ধান্ত নেন কোন কোন শেয়ার বা বন্ড বা অন্যান্য সিকিউরিটি তে কিভাবে টাকাটা ইনভেস্ট করা হবে তাদের মোট ফান্ড থেকে ।
কোন শেয়ার বা বন্ড বা অন্যান্য সিকিউরিটি তে কিভাবে টাকাটা ইনভেস্ট করা হবে তাতে সাধারণ খুচরো / রিটেইল ইনভেস্টারদের কোন ভূমিকা থাকে না । ইনভেস্টাররা তাঁদের টাকা কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ঢালেন এবং ওই মিউচুয়াল ফান্ড স্কিমের ফান্ড ম্যানেজাররা তাদের টাকা লগ্নি করে বিভিন্ন কোম্পানির শেয়ারে বা Bond এ বা অন্যান্য সিকিউরিটিতে।
একজন ফান্ড ম্যানেজার কত দক্ষ তা পরিমাপ করা হয় তিনি কত % রিটার্ন দিতে পারছেন সেটা দিয়ে। এভাবে ফান্ড ম্যানেজারদের ভূমিকা পর্যালোচনা করা হয় এবং যে মিউচুয়াল ফান্ড স্কিম বেশি পরিমাণে রিটার্ন দেয় ইনভেস্টাররা সেই মিউচুয়াল ফান্ড স্কিমে লগ্নী করতে আকৃষ্ট হন।