নমস্কার আমি বিক্রম চৌধুরী আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের কাছে। View the YouTube Video regarding this topic in Bengali Audio
শেয়ার বাজারের উপর এই টিউটোরিয়াল এরআজকের বিষয়বস্তু হলো কিভাবে ফেলা হয় শেয়ারবাজারকে এবং এর সাথে আরেকটা বিষয় আলোচনা করব : সেটা হল শেয়ার বাজার আর কতটা পড়বে!! এবং পরবর্তী কি ধরনের মুভ হতে পারে শেয়ারবাজারে সেটাও বলবো আজ এই ভিডিওতে।
শেয়ার সূচক হিসেবে আমরা নিফটি কে নিয়েছি, এখানে nifty হচ্ছে 50 টা ভালো ভালো শেয়ারের একটা সূচক, যা ভারতের শেয়ার মার্কেট এর দিক নির্দেশ করে, মার্কেট কোন দিকে যাবে সেটা বোঝায় ।
এখানে যে চার্ট দেখছেন তা নিফটির ডেইলি চার্ট, তাতে প্রতিটা সবুজ বা লাল ক্যান্ডল, এগুলো ডেইলি ক্যান্ডেল এবং এগুলো একদিনের মার্কেটের উঠানামা নির্দেশ করে।
এখানে যে নীল লাইনটা দেখতে পারছেন তা হলো 50EMA line, EMA হলো Exponential Moving Average, যাঁরা টেকনিক্যাল এনালাইসিস জানেন তাঁরা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বুঝতে পারবেন আর যারা জানেন না তাদের টেকনিক্যাল এনালাইসিস (Technical Analysis) শেখা দরকার।
ভালো করে ছবিতে দেখুন এইখানে যে ফর্মেশন টা হয়েছে এটা কিন্তু একটা Head and Shoulder Pattern, এটা কিন্তু সেটা তৈরি এখনো কমপ্লিট হয়নি। কেন Complete হয়নি, সেটা আমি বলব। আর এখনো ঠিক বোঝা যাচ্ছেনা Pattern Formation টা কমপ্লিট হয়েছে কিনা, যদি হয় তাহলে নিফটি , যা ভারতের শেয়ার মার্কেটের সূচক তা 17500 বা আরো নীচে 17400 ভেঙে নীচে এলে আরো পড়ে যাবে শেয়ার বাজার।
ভালো করে দেখলে বুঝতে পারবেন যে উনিশে অক্টোবর থেকে মার্কেটের পতনটা আরম্ভ হয়েছে। যখন প্রথমশেয়ার বাজার পড়তে শুরু করে , মার্কেট তখন খুব দ্রুত পড়েছিল, 18600 লেভেল থেকে একেবারে 17600 লেভেল – 1 হাজার পয়েন্ট নিফটি পড়ে গেছিল যেটা ভারতের শেয়ারবাজারের সূচক। তারপর আবার আস্তে আস্তে মার্কেট উড়তে শুরু করেছিলো আস্তে আস্তে এবং উঠে 18100 তারপরে 18200 ছুঁয়ে পরে গেল 17700 লেভেলে।
এই ছবিতে যে পরপর আপনি চারটে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন লাস্ট 4টে ক্যান্ডেল, সেগুলো হচ্ছে সবই লাল রঙের ক্যান্ডেল যা বিয়ার মার্কেট বোঝায় এবং একটা লাইন দিয়ে ডাউন ট্রেন্ড টা দেখানো হয়েছে।
তবে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে মার্কেটে কিন্তু সেইভাবে Bullishness নেই মানে ক্রেতাদের সংখ্যা কম এবং মার্কেট ফেলে দেওয়ার লোক বেশি । বিয়াররা বেশি বেশি করে Dominate করছে বা প্রভাব বিস্তার করছে।আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটে Bullishness নেই। দেখুন একদিন মার্কেট উঠছে, তার পরের দিন আবার লাল Candle, মানে Gap Up করে উঠলো কিন্তু মার্কেট পড়ে গেল । তার পরের দিন আবার ডাউন । আবার তার পরেরদিন আরেকটু উঠলো একটা সবুজ ক্যান্ডেল। আবার তারপর পড়ে গেল পরের দিন। একটা সবুজ candle তো তার পরেরদিন লাল candle
এইভাবে একটা রেঞ্জের মধ্যে মার্কেট চলে এসেছে যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে উঠতে উঠতে 18100 কাছে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেইখান থেকে কিন্তু মার্কেট টা পড়ে গেল। এবং মার্কেট পড়ে চলে এলো 17700 লেভেলে এখানে মার্কেট বলতে নিফটি ভ্যালু কে বোঝানো হচ্ছে।
29 শে অক্টোবর 2021 থেকে 17 ই নভেম্বর 2021 অব্দি নিফটি কিন্তু একটা চ্যানেলের মধ্যে ছিল যেটা আপনারা ছবিতে দুটো প্যারালাল লাইন এর মধ্যে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা প্রথম ব্রেক করলো 17 ই নভেম্বর।ওইদিন চ্যানেল একটুখানি ব্রেক করলো ও চ্যানেল ভেঙে একটুখানি নিচে এল চ্যানেলের থেকে।
তারপরে 18 ই নভেম্বর ছিল গত বৃহস্পতিবার সেদিন এই চ্যানেলের তলার দিকে লাইনটাকে টাচ করে এইচটিএমএল আইনকে ক্রস করে সরি টাচ করে ক্লোজ দিয়েছে 17764 তে।
উপরের ছবিতে যে একটা লাল লাইন দেখতে পাচ্ছেন নিম্নমুখী লাল লাইন, সেটা হচ্ছে DownTrend Line লাইন। এই downtrend line কেটে যদি মার্কেট ওঠে তাহলে মার্কেট উঠতে পারে। অন্যদিকে দেখা যায় যে মার্কেটের উঠলো না এবং সাড়ে সাতটার পর থেকে সমানে মার্কেট নিচের দিকে পড়তে থাকলো তাহলে নিচের দিকে 17600, বা 17500 বা আরো কম 17400 যেতে পারে।
ফলে Nifty50 র নিচের দিকে 17400 , বা 17500 এরকম যাওয়ার সম্ভাবনা আছে । আর উপরের দিকে খুব বাড়লে 18000 অব্দি যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু উপরের দিকে একটা সমস্যা আছে সেটা হচ্ছে বাজারে বা শেয়ার মার্কেটে Fear Factor বা ভীতি টা খুব বেশী কাজ করছে। লোকেরা 1, 2 দিনের বেশি শেয়ার কিনে হাতে রাখতে সাহস করছে না । কারণ মার্কেটে নিম্নমুখী গতি খুব বেশি। একদিন উঠলে মার্কেটটা পরদিন পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
এবার উল্টোদিকে যদি শেয়ার মার্কেট ওঠে তাহলে কতটা উঠতে পারে !! যদি 18200 ক্রস করতে পারে তাহলে 18300 লেভেলে পৌঁছতে পারে ও এই লেভেলে একটা রেজিস্ট্যান্স resistance আছে। কিন্তু এই 18300 লেভেলে নিফটির পৌঁছতে এখন মার্কেটে যা অবস্থা তাতে দু সপ্তাহ লেগে যাবে যদিবা Nifty ওপর দিকে যায়। কারণ এখন নিফটি চার্টে লাল ক্যান্ডেলের আধিক্য দেখা যাচ্ছে । তার মানে মার্কেটে পড়ার দিকটাই প্রকট এবং ওঠার দিকটা অনেকটাই স্তিমিত। ফলে একটু সবুজ ক্যান্ডেল এর আধিক্য যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষন কিন্তু মার্কেটের উপর দিকে যাওয়ার সম্ভাবনা কম।