
মূলত ইনভেস্টমেন্ট আমাদের বিভিন্ন রিস্ক থেকে বাঁচায়। এই রিস্কগুলোর মধ্যে অন্যতম একটা রিস্ক আছে যেটা হচ্ছে ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির রিস্ক । এই মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধির সাথে আমরা সকলেই পরিচিত। যে বিস্কুটের প্যাকেট আপনি আজকে ৫০ টাকা কিনতে পারেন সেটা দেখলেন দুমাস বাদে তার দাঁড়িয়ে গেছে ৫৫ টাকা।
কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু সময়ের সাপেক্ষে দেখে নিই তাহলে বুঝতে পারবেন আপনার টাকার ক্ষয়টা কিভাবে হচ্ছে বা কত দ্রুতগতিতে আপনার টাকার ক্ষয়টা হচ্ছে।
ধরুন আজকে আপনি ১০০০ টাকায় বেশ কিছু বাজার করতে পারেন । এবারে যদি আপনি ধরে নেন যে প্রতিবছর ৮ % হারে মূল্য বৃদ্ধি হচ্ছে মানে আজ ১০০ টাকায় যা কিনতে পারেন তা কিনতে পরের বছর লাগবে ১০০ + ৮ টাকা = ১০৮ টাকা
তারপরের বছর আবার ১০৮ টাকার উপরে আবার ৮% হারে মূল্যবৃদ্ধি এইভাবে জিনিসটা চলতে থাকবে ।
তাহলে ১ হাজার টাকা দিয়ে আজকে আপনি যা কিনতে পারেন বা যে বাজার আজ করতে পারেন ১০০০/- টাকায়
A) আজ থেকে পাঁচ বছর বাদে সেই বাজার করতে আপনার টাকা লাগবে ১৪৭০ টাকার কাছাকাছি।
B) সেই একই জিনিষ কিনতে ১০ বছর বাদে লাগবে ২১৬০ টাকা ।
C) ২০ বছর বাদে সেই একই জিনিস কিনতে আপনার টাকা লাগবে 4600 টাকার কাছাকাছি
D) এবং ৩০ বছর বাদে সেই একই জিনিস কিন্তু আপনার টাকা লাগবে ১০ হাজার টাকা। যা আপনি আজকে এক হাজার টাকায় কিনতে পারেন।
একইভাবে আজকের দিনের 10000/- টাকার ভ্যালুয়েশন পরবর্তী কয়েক বছরে কি দাঁড়াবে নিচে দেওয়া হল:
আজকের দিনে দশ হাজার টাকা দিয়ে আপনি যে জিনিস কিনতে পারেন ধরে নিলাম গিজার , মাইক্রোওভেন এইসব, সেই জিনিস কিনতে
A) পাঁচ বছর বাদে আপনার ১৪৭০০ টাকার মত লাগবে।
B) এবং দশ বছর বাদে আপনার সেই একই জিনিস কিনতে টাকা লাগবে ২১৬০০ টাকা।
C) কুড়ি বছর বাদে একই জিনিস কিন্তু আপনার টাকা লাগবে ৪৬ হাজার ৬০০ টাকার কাছাকাছি।
D) আর আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে সেই একই জিনিস যা আপনি ১০০০০/- টাকা দিয়ে আজকে কিনতে পারেন সেইটা 30 বছর বাদে কিনতে আপনার লাগবে ১ লক্ষ টাকা।
এবার আপনার ব্যাংকে থাকা টাকা কিভাবে কমছে সেটা ভেবে নিন। এবার আমরা একটু উল্টো দিক থেকে ভেবে নিই
১) আজকে ব্যাংকে যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে তাহলে এক বছর বাদে সেই টাকাটা আজকের দিনের ৯২ হাজার টাকার সমান।
২) তার পরের বছর সেই টাকাটা ৮৪ ৮৫ হাজার টাকায় দাঁড়িয়ে যাবে আজকের দিনের সাপেক্ষে মানে আজকে আপনার ব্যাংকে থাকা এক লক্ষ টাকা দু বছর বাদে আজকের দিনের ৮৪, ৮৫ হাজার টাকার সমান হয়ে যাবে।
আজকের দিনে আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে আজ থেকে ৩০ বছর বাদে তার পরিমাণ দাঁড়াবে আজকের দিনে ১০ হাজার টাকার সমান। বা হয়তো তারও কম।
এবার এখানে একটা বক্তব্য আছে যেসব জিনিস সমান হারে বাড়ে না বা কমেনা কিন্তু এখানে একটা গড় হিসেব করা হলো । যেটা আমাদের আশেপাশের সমগ্র জিনিসগুলোকে ইনক্লুড করে প্রজেকশন করছে টাকার ভ্যালুয়েশনের।
অতএব আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে মূল্যবৃদ্ধি ছাপিয়ে আপনার মূলধন বা ক্যাপিটাল যেন বাড়ে।
মানে যদি জিনিসপত্রের ৮% মূল্য বৃদ্ধি হয় , তাহলে বছরে আপনি যেন ১৫% হারে আপনার যে টাকা Capital বা মূলধন সেটার যেনো গ্রোথ হয় অন এভারেজ ।
হয়তো প্রতিবছর এটা সম্ভব হবে না কিন্তু একটা সময়ের সাপেক্ষে এই আপনার মূলধনের এই Growth টা যেন হয়। এবার সেটা আপনি মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ার ইনভেস্ট হোক এসবের মাধ্যমে আপনি বাড়াতে পারেন আপনার ইনভেস্ট করতে পারেন বা অন্যান্য যেসব ইনভেস্টমেন্টের পথ আছে সেইসব আপনি অবলম্বন করতে পারেন।

এ সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনার ইনভেসমেন্ট এর গাইডেন্সের জন্য বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মেসেজ করতে পারেন এই নম্বরে ৮২৪০৫১৯৩৫৬