Open Ended Scheme:
এখানে ইনভেস্টাররা যখন খুশি মিউচুয়াল ফান্ড স্কিমে যোগ দিতে পারে বা বেরিয়ে আসতে পারে। যেমন আপনি এই ফান্ডে যখন ইচ্ছে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন তার পরিবর্তে আপনি কিছু ইউনিট পাবেন। আবার আপনার মনে হল যে আপনি আপনার ইনভেস্টমেন্ট আর রাখবেন না, তখন আপনি আপনার কেনা ইউনিটগুলো সেল করে টাকা তুলে নিতে পারেন এই মিউচুয়াল ফান্ড স্কিম থেকে। এই Open Ended Mutual Fund Scheme – গুলোর কোন Last Date নেই, এই স্কিম গুলো চলতেই থাকে এবং এতে Investor- রা টাকা ঢালতে এবং টাকা তুলে নিতে থাকেন।
যখন কোন নতুন ইনভেস্টার এই Open Ended Mutual Fund Scheme মিউচুয়াল ফান্ড স্কিমে যোগ দেন, মানে যে টাকা তিনি ইনভেস্ট করেন তার পরিবর্তে কিছু নতুন ইউনিট পান । ফলে এই মিউচুয়াল ফান্ড স্কিমের মোট ইউনিটের পরিমাণ বৃদ্ধি পায় ।
আবার যখন কোন ইনভেস্টের টাকা তুলে নেন তার কেনা ইউনিটগুলো সেল করে, তখন সেই ইউনিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং মোট ইউনিটের পরিমাণ কমে যায়।
Close Ended Mutual Fund
কেবলমাত্র নিউ ফান্ড অফারিং NFO এর সময় একজন ইনভেস্টর Close Ended Mutual Fund Scheme এ যোগ দিতে পারেন, কিন্তু একজন ইনভেস্টার কিন্তু NFO offer শেষ হয়ে যাওয়ার পরে এই মিউচুয়াল ফান্ড স্কিমে যোগ দিতে পারেন না।
এই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমে একটা Last ডেট থাকে, যার পরে এই স্কিমের কোন অস্তিত্ব থাকে না এবং সমস্ত ইউনিটগুলো সেল করে দেওয়া হয় এবং ইনভেস্টারদের তাদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হয়।
ইন্টারভাল ফান্ড
এই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমে, ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড দু’ধরনের স্কিমেরই সুবিধা পাওয়া যায় । মূলত এই ধরনের ফান্ড গুলি ক্লোজ এন্ড হয়। এবং মাঝে মাঝে এই ফান্ডে যোগ দেওয়ার সুবিধা বা ইনভেস্ট করার সুবিধা দেওয়া হয়। বাকি সময় কিন্তু এই সুবিধে দেওয়া হয় না । এই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমের ইউনিটগুলো স্টক এক্সচেঞ্জে সাধারণত লিস্ট থাকে যাতে সাধারণ ক্রেতা বিক্রেতারা এগুলো কেনাবেচা করতে পারে।
মানে কিছু কিছু সময় এই mutual fund scheme, ওপেন Ended Scheme হিসেবে কাজ করে । মানে কিছুদিনের জন্য এই সময়কালটাকে বলা হয় ট্রানজেকশন পিরিয়ড। এই সময়কালটা ২ দিন থেকে ১৫ দিন Maximum হতে পারে । কেবলমাত্র এই transaction period এ আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় করতে পারেন বা কিনতে পারেন । এই ট্রানজেকশন পিরিয়ড বাদ দিলে যে সময়টায় আপনি ইনভেস্ট করতে পারেন না , মানে দুটো ট্রানজেকশন পিরিয়ডের মধ্যবর্তী সময়টাকে বলা হয় Interval Period.