EMA বাংলায়

Exponential Moving Average

  • Exponential Moving Average বেশি গুরুত্ব দেয় নিকটতম দামের উপর
  • একেবারে শেষে যে ক্লোস ভ্যালু পাওয়া গেছে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়
  • একারণে EMA শেয়ারের (বা অন্য কোনো সিকিউরিটির) দামকে বেশি আঁকড়ে ধরে চলে ও দামের পরিবর্তনে সিম্পল মুভিং অ্যাভারেজ এর থেকে বেশি পরিবর্তিত হয়
  • এছাড়া আর সবদিক থেকে EMA ও SMA এর তফাৎ নগন্য
  • শর্ট টার্ম ট্রেড এর জন্য এটি অনেক বেশি কার্যকরী
  • 5 period EMA কিন্তু 10 period EMA এর থেকে ২ গুন বেশি সংবেদনশীল ও দামের পরিবর্তনে বেশি পরিবর্তিত হয়
  • একই ভাবে 20 period EMA কিন্তু 10 period EMA এর অর্ধেক সংবেদনশীল ও দামের পরিবর্তনে কম  পরিবর্তিত হয়

Moving Average Crossover Strategies

আজকে আমরা মুভিং এভারেজ ক্রস ওভার স্ট্রাটেজি নিয়ে আলোচনা করবো, মানে যেখানে একটা মুভিং অ্যাভারেজ লাইন আরেকটা মুভিং অ্যাভারেজ লাইনকে ক্রস করে এবং যখন ক্রস করে তখন তার ওপর ভিত্তি করে আমরা ট্রেড করবো।

সেটা লং এর দিকে ট্রেড করা হতে পারে, মানে আগে কিনে পরে বেচা, অথবা শর্ট করা হতে পারে।  আপনি EMA / SMA যে কোনো মুভিং অ্যাভারেজ লাইন নিতে পারেন, এক্সপোনেনশিয়াল / অথবা সিম্পল মুভিং এভারেজ লাইন নিতে পারেন।

Trading Strategy

  • একটা মুভিং অ্যাভারেজ লাইন হলো শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লাইন (Short Term MA/ EMA) ,
  • আরেকটা লাইন কে বলা হয় লং টার্ম মুভিং অ্যাভারেজ লাইন (Long Term MA/ EMA)

কখন লং ট্রেড নেবেন ? When to Buy

  • (যখন “Short Term EMA” লাইন,  “Long Term EMAমুভিং অ্যাভারেজ লাইনকে কেটে বা ক্রস করে তার উপরে উঠবে), সেইসাথে (যখন শেয়ারের দাম Short Term EMA লাইন এর উপর থাকবে, বা শেয়ারের দাম কখনো Short Term EMA মুভিং অ্যাভারেজ লাইন ক্রস করে উঠবে বা উঠে candle close করবে) তখন আমরা লং – এ ট্রেড করবো।  আগে কিনে পরে বেচবো।
  • কখনো দেখা যায় প্রাইস লাইন বা candle, “Short Term EMA” কে কেটে নিচে এসে, Long Term EMA” লাইনকে সাপোর্ট হিসেবে নেয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে।

কখন Short ট্রেড নেবেন – When to Sell

  • (যখন Short Term EMA” মুভিং অ্যাভারেজ লাইন,  Long Term EMA” মুভিং অ্যাভারেজ লাইনকে কেটে বা ক্রস করে নিচে আসবে ), এবং তারসাথে (“যখন শেয়ারের দাম Short Term EMA লাইন এর নিচে থাকবে, বা শেয়ারের দাম যখন Short Term EMA লাইন ক্রস নিচে নামবে বা নেমে Candle close করবে”), তখন আমরা শর্ট ট্রেড করবো।
  • কখনো দেখা যায় প্রাইস লাইন বা Candle, শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লাইনকে কেটে উপরে এসে লং টার্ম মুভিং অ্যাভারেজ লাইনকে রেসিসটেন্স হিসেবে নেয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে।

মুভিং অ্যাভারেজ এর টাইম ফ্রেম : Short Term Time Frame & Long Term Time Frames

  • Daily Chart : Short Term 10 EMA ,
  • Long Tern 20 EMA
  • Alternatively 8 EMA /20 EMA , and some cases 9 EMA and 21 EMA

Few Days to Few Weeks Swing Trading Time Frames

  • Short Term : 20 Days EMA
  • Long Term : 50 days EMA

Investment Purpose Time Frames

  • Short / Long Term MA lines : 50 SMA / 200 SMA on Daily Chart
  • Alternatively Short / Long Term MA lines : 100 SMA / 200 SMA on Daily Chart