RSI (বাংলায়) Technical RSI RSI Stochastic যখন শেয়ার মার্কেট রেঞ্জ ট্রেডিং, মানে ট্রেন্ডিং মার্কেট নয় , কোনো Strong Up বা Strong Downtrend (ডাউনট্রেন্ড) নেই তখন RSI ইন্ডিকেটর খুব ভালো সিগন্যাল দেয় Overbought / Oversold area নির্দেশ করতে। কোনো নির্দিষ্ট শেয়ারের ক্ষেত্রেও একইভাবে Buy এবং Sell সিগনাল পাওয়া যেতে পারে RSI ইন্ডিকেটর এর সাহায্যে। ট্রেন্ডিং মার্কেটে বা যখন Strong Uptrend বা ডাউনট্রেন্ড আছে তখনও কিন্তু RSI এর ভ্যালু অন্যভাবে ট্রেডিং এর জন্য analysis বা বিশ্লেষণ করতে হবে এবং এ জন্য একটু অভিজ্ঞতা দরকার এবং জানা দরকার যে ট্রেন্ডিং মার্কেট কিরকম হয় এবং রেঞ্জ ট্রেডিং মার্কেট কিরকম হয় ও শেয়ারের দাম কিভাবে রেঞ্জ ট্রেড করে। রেঞ্জ ট্রেডিং : রেঞ্জ ট্রেডিং বা Sidewise মার্কেটে, মার্কেট ইনডেক্স (e.g NIFTY) বা কোনো শেয়ারের দাম যখন রেঞ্জ ট্রেড করে, তখন সাধারণত শেয়ারের দাম একটা সর্বোচ্চ এবং একটা সর্বনিম্ন দামের মধ্যে থাকে এবং দু-তিনবার সাধারণত সর্বোচ্চ দাম ও সর্বনিম্ন দামের মধ্যে ঘোরাফেরা করে। তাহলে আপনার টার্গেট হবে সর্বনিম্ন দামে কিনে সর্বোচ্চ দাম বা maximum value তে বিক্রি করে দেওয়া। Overbought Zone (RSI > 70) : RSI এর ভ্যালু যদি 70 বা তার বেশি হয় তাহলে বুঝতে হবে RSI overbought zone এ ঢুকে পড়েছে মানে এই শেয়ারটা অতিরিক্ত কেনা হয়ে গেছে ও এই শেয়ার এর দামের আগামী দিনে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মানে প্রচুর কেনা হয়ে গেছে ও এবার দাম পড়বে। তাহলে আপনার টার্গেট হবে এই Stock টাকে short করা বা বেচে দেওয়া । * কিন্তু মনে রাখবেন অবশ্যই RSI ট্রেন্ডিং মার্কেটে FALSE সিগনাল দেয় অনেক সময় এবং Sidewise বা Range ট্রেডিং মার্কেট যাকে বলে, সেই সময় RSI ঠিক সিগনাল দেয় বেশির ভাগ সময়। Oversold zone, RSI < 30 ওভার সোল্ড (Over sold) বলতে বোঝায় এই শেয়ারটা অতিরিক্ত Sell করা হয়ে গেছে মানে এটা বেচবার আর সেরকম লোক নেই। এবার সবাই এই শেয়ারটা কিনতে চলেছে। এটাকে বলা হয় কোন শেয়ারের দাম Over sold জায়গায় ঢুকে পড়েছে, যেটা বোঝা যায় RSI এর value দেখে। যখন RSI এর value, 30 এর নিচে তখন এটা বুঝতে হবে যে শেয়ারের দাম অত্যন্ত কমে গেছে প্রচুর Sell হয়ে গেছে ও এবারে শেয়ারের দাম টা আগামী দিনে বাড়বে। তাহলে আপনার টার্গেট হবে এই Stock টাকে কিনে নেওয়া। * কিন্তু মনে রাখবেন অবশ্যই “RSI ট্রেন্ডিং মার্কেটে অনেক সময় false সিগনাল দেয়” এবং sidewise বা Range ট্রেডিং মার্কেট যাকে বলে, সেই সময় RSI ঠিক সিগনাল দেয় বেশির ভাগ সময়। RSI calculation formula: Average gain = (শেষ N টাইম ফ্রেমে মোট লাভ ) / N Average loss = (শেষ N টাইম ফ্রেমে মোট লোকসান) / N মনে রাখবেন ডেইলি চার্ট–এ N হলো “1 Day candle”, প্রতি ঘন্টার চার্ট-এ “1 Hour candle” এর সংখ্যা N = 14 RS / Relative Strength = avg gain / avg loss 100RSI = 100 – ------------------- 1 + RS RSI Bullish Divergence In Infosys Daily Chart (22/10/2019) RSI Negative Divergence: In HPCL Hourly Chart 23/6/2020– Price makes higher top, RSI makes lower top RSI line behaviour during downtrend and sidewise