Online Classes on Intraday Trading Option Trading Swing Trading in Bengali & English : বাংলায় শেয়ার ট্রেডিংয়ের ক্লাস

Stock market classes on Intraday trading, swing trading, futures and options trading by Bikram Choudhury follows smart money trading techniques Institutional trading strategies specially on Intraday trading or day trading.

অনলাইন ক্লাস : বাংলায় শেয়ার ট্রেডিংয়ের ক্লাস

আপনি চাইলে সরাসরি অনলাইন ক্লাস করতে পারেন , বিক্রম চৌধুরী নিজে কেবল অনলাইনে ক্লাস নেন । মূলত ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, অ্যাডভান্সড টেকনিক্যাল এনালাইসিস, Futures Options এর বিষয় শেখানো হয়।

Online Class on Intraday Trading

ইন্ট্রাডে ট্রেডিং বিশেষ গুরুত্ব দিয়ে শেখানো হয় যদি শিখতে চান। ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে যাঁরা ইন্টারেস্টেড তাঁরা অবশ্যই সম্ভব হলে ক্লাস করবেন। যাঁরা ইন্ট্রাডে ট্রেডিং শিখতে চান তাঁদের ক্ষেত্রে স্মার্ট মানি ট্রেডিং টেকনিক, ইনস্টিটিউশনাল ট্রেডারদের টেকনিক শেখানো হয় ।

ন্যূনতম যারা দিনে ২০০০-৩০০০ থেকে ১০০০০-১২০০০ উপার্জন করতে চান তাঁদের জন্যে Intraday trading আদর্শ। কত টাকা ক্যাপিটাল লাগবে কখন trade entry or trade exit সব শিখবেন।

যদিও কতটা উপার্জন করা যায় সেটা দিনে কেউ ২০০-৫০০ টাকাও করতে পারেন , আবার কেউ দিনে ৫০০০০-১ লক্ষ রোজগার করতে পারেন। একজন কতটা রোজগার করছেন সেটা ওই ব্যক্তির অর্থ বা ক্যাপিটাল ও তাঁর লস নেবার ক্ষমতা এসবের উপর নির্ভর করে। কোথায় ট্রেড নিচ্ছেন ও কোথায় ট্রেড ক্লোস করছেন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কত টাকা দিনে পেলেন সেটা নয়।

ক্লাস করতে গেলে কি কেন ডিম্যাট একাউন্ট খুলতে হবে ? App purchase করতে হবে ?

ক্লাসের চার্জ ছাড়া অন্য কোনো ফী লাগবে না। প্রফেশনাল ট্রেডাররা কি কি tool ব্যবহার করেন তা বলে দেওয়া হবে, সব tools ফ্রি নয়। সেগুলো কেনা না কেনা স্টুডেন্ট এর নিজস্ব ব্যাপার, এসবের সাথে আমাদের কোনো যোগ নেই ।

কিভাবে শিখবেন –

আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাবলেট থাকলে এই ক্লাসে যোগ দিতে পারবেন। অফলাইন ক্লাসের সাথে কোনো তফাৎ নেই। সম্পূর্ণ প্রাকটিক্যাল ভাবে চার্ট দেখিয়ে ট্রেডিং শেখানো হয়।

কিভাবে বিক্রম চৌধুরীর শেয়ার ট্রেডিং এর ক্লাসে যোগ দেব ?

আগে ক্লাস বুক করতে হয় – আপনি ক্লাস করতে চাইলে হোয়াটস্যাপ করে নিন এই নম্বরে 9163111390 ও লিখে দিন আপনি ক্লাস করতে চান।

একটি ক্লাসে কতজন স্টুডেন্ট থাকে ?

২-৩ জন একটি ক্লাসে থাকেন, অর্থাৎ প্রতি ব্যাচ ২-৩ জন নিয়ে গঠিত হয়।

কতদিন ক্লাস হবে ?

সাধারণত চার মাসের কোর্স করানো হয়। এই কোর্স করলে আলাদা করে 3in1 কোর্স করার দরকার নেই।

আমি অফলাইন ক্লাস করতে চাই , করতে পারবো কি ?

বর্তমানে অফলাইন ক্লাস করানো হয়না। অফলাইন ক্লাসের সাথে কোনো তফাৎ নেই। সম্পূর্ণ প্রাকটিক্যাল ভাবে চার্ট দেখিয়ে ট্রেডিং শেখানো হয়।

কম সময়ের কোনো কোর্স করা যায় কি ?

** কারুর 3in1 কোর্স করা থাকলে ও বিক্রম চৌধুরীর বইগুলো পড়া থাকলে কম সময়ের ক্লাস করতে পারেন তার প্রয়োজন অনুযায়ী। সম্পূর্ণ customized ক্লাস অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী ট্রেডিং এর বিষয় শেখানো হয়।

সবকিছু জানতে চাই না – নির্দিষ্ট ধরণের ট্রেডিং ভালোভাবে জানতে চাই ?

হোয়াটস্যাপ করে নিন এই নম্বরে 9163111390 ও লিখে দিন আপনি কি শিখতে চান ? সেই সঙ্গে তার cost বা fee এবং ক্লাস কিভাবে বুক করতে হয় জেনে নিন।

ক্লাস করতে গেলে কত cost পড়বে ? Please whatsapp 9163111390